Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

অফিসের নামঃ যুব উন্নয়ন অধিদপ্তর, মোহনপুর, রাজশাহী।

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের সময়কাল

প্রয়োজনীয় ফি

কোথায় সেবা পাওয়া যাবে

 

১।

২।

আত্মকর্মস্থান/প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধকরণঃ প্রশিক্ষণ

(ক) ভ্রাম্যমান প্রশিক্ষণঃ পশু, মৎস্য, কৃষি, ক্ষুদ্র ও কুঠির শিল্প, বস্ত্র শিল্প বিষয়ক বিভিন্ন ধরণের প্রশিক্ষণ। স্থানীয় চাহিদার ভিত্তিতে যেকোন প্রশিক্ষণ।

(খ) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ (আবাসিক)                                                        -

(গ) প্রাতিষ্ঠানিক (আবাসিক) মৎস্য চাষ প্রশিক্ষণ।                                           -

(ঘ) কম্পিউটার বেসিক, গ্রাফিক্স কোর্স, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্স, ষ্টেনোটাইপিং, ইলেকট্রনিক্স ও মোবাইল মেরামত কোর্স।         -

(ঙ) দপ্তর বিজ্ঞান কোর্স।                                                                      -

(চ) পোষাক তৈরী উলনেটিং।                                                                 -

(ছ) বস্নক ও বাটিক প্রিন্টিং কোর্স।                                                             -

(জ) রাজশাহী আঞ্চলিক যুব কেন্দ্র কর্তৃক আবাসিক প্রশিক্ষণ। প্রকল্প প্রণয়ন বাসত্মবায়ন,      - পরিবীক্ষণ ও মূল্যায়ন ভিত্তিক দক্ষতা উন্নয়নে হাঁস-মুরগী পালন, গাভী, ছাগল পালন, মৎস্য চাষ, সমাজ ও গোষ্ঠি উন্নয়ন প্রশিক্ষণ। এছাড়া যুব নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন, দূর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, জেন্ডার উন্নয়ন, নারী ক্ষমতায়ন, প্রজণন স্বাস্থ্য, HIV/AIDS বিষয়ক প্রশিক্ষণ।

চলমান

০৭ (সাত) দিন

 

০৩ মাস

০১ মাস

 

০৬ মাস

প্রত্যেকটি ০১ বৎসর কোর্স

০৪ (চার) মাস

প্রত্যেকটি ০৩ (তিন) মাস মেয়াদী

প্রত্যেকটি ১৪ (চৌদ্দ) দিন মেয়াদী

 

 

০৭ (সাত) দিন মেয়াদী

 

 

অফিস চলাকালীণ সময়

 

 

 

 

 

 

অফিস চলাকালীণ সময়ে।

প্রযোজ্য নয়।

অত্র কার্যালয় ও বিভিন্ন গ্রামে

 

প্রযোজ্য নয়।

 

ভর্তি ১০০/-

প্রযোজ্য নয়।

 

বেসিক-১০০০/-

গ্রাফিক্স ২০০০/- অন্যান্য ৩০০/-

 

প্রযোজ্য নয়।

ভর্তি ৫০/-

ভর্তি ৫০/-

নাই

 

 

১০/-

 

নাই

,,

,,

,,

,,

 

অত্র কার্যালয় ও বিভন্নি গ্রামে

 

রাজাবাড়ী হাট যুব প্রশিক্ষণ কেন্দ্র

জেলা কার্যালয়, রাজশাহী।

বগুড়া আঞ্চলিক যুব কেন্দ্র

 

বগুড়া আঞ্চলিক যুব কেন্দ্র

বগুড়া আঞ্চলিক যুব কেন্দ্র

 

 

মোহনপুর উপজেলা কার্যালয়

প্রধান কার্যালয়।

প্রধান কার্যালয়।

প্রধান কার্যালয়।

 

মোহনপুর উপজেলা কার্যালয়

 

৩।

ক্ষুদ্র ঋণ বিতরণঃ প্রাতিষ্ঠানিক-১০,০০০/- হতে ৫০,০০০/- পর্যমত্ম

                    অপ্রাতিষ্ঠানিক-৫,০০০/- হতে ২৫,০০০/- (দুই বৎসর মেয়াদী)।

 

৪।

ঋণের অর্থ সুষ্ঠু ব্যবহারের মনিটরিং কার্যক্রম

 

৫।

যুব সংগঠন তালিকাভূক্তিকরণ।

 

৬।

যুব সংগঠনকে অনুদান প্রদান।

 

৭।

সার্কইয়ুথ এওয়ার্ড প্রদান।

 

৮।

কমনওয়েলথ যুব পুরস্কার প্রদান।

 

৯।

জাতীয় যুব পুরস্কার প্রদান।

 

১০।

জনসার্থে প্রয়োজনীয় অন্যান্য যেকোন সেবা।

 

      

 

বিঃ দ্রঃ-সেবা গ্রহীতা ১৮ থেকে ৩৫ বৎসর পর্যমত্ম বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণের জন্য শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ৮ম শ্রেণী পাশ। কম্পিউটার ও দপ্তর বিজ্ঞান প্রশিক্ষনের জন্য এইচ.এস.সি পাশ।